তাইপিং বিদ্রোহের প্রকৃতি উনিশ শতকের মধ্যভাগে চীনের মাঞ্চু সরকার একাধিক অভ্যন্তরীণ বিদ্রোহের সন্মুখীন হয়েছিল যে গুলির মূলে ছিল সামন্ততান্ত্রিক ও ঔপনিবেশিক শেষনের ফলে জনগণের চরম আর্থিক দুর্দশা এবং দুর্ভিক্ষ। বিদ্রোহ গুলির মধ্যে সবচেয়ে মারাত্মক হয়েছিল 1850 এর তাইপিং বিদ্রোহ। তাইপিং বিদ্রোহের প্রকৃত চরিত্র নির্ণয়ে সমাজ বিশ্লেষক ও ঐতিহাসিকগণ একমত হতে পারেননি। মানবেন্দ্রনাথ রায় তাঁর বিখ্যাত 'Revolution and Counter Revolution in China' গ্রন্থে তাইপিং বিদ্রোহকে 'বুর্জোয়া সামন্ততান্ত্রিক বিপ্লব' হিসাবে চিহ্নিত করেছেন। তিনি তাইপিং বিদ্রোহে ফরাসি বিপ্লবের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন। কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে যে উনিশ শতকে চীনে বুর্জোয়া শ্রেণি গড়েই ওঠেনি। জেন্ট্রিদের যদি বুর্জোয়া বলা যায়, তাহলেও বলতে হবে যে এই বিদ্রোহ জেন্ট্রিদের কোনো ভূমিকাই ছিল না। বরং তারা বিদ্রোহীদের আক্রমণের শিকার হয়েছিল। জার্মান পন্ডিত Wolf Gung Frank তাইপিং বিদ্রোহের নিম্নবর্গীয় চরিত্রের দিকটি তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন নেতা থেকে সমর্থক প্রায় সকলেই ছিলেন কৃষক, মজুর বা কর্মহীনদের থেকে। জ্যা...