সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

History of the Emergence and Evolution of Museums in India | ভারতে সংগ্রহশালার গড়ে ওঠা ও বিবর্তনের ইতিহাস

ভারতে সংগ্রহশালার গড়ে ওঠা ও বিবর্তনের ইতিহাস সংগ্রহশালা কোনো সমাজের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য চর্চার এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। মানবসভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষ তার অতীতের নিদর্শন, শিল্পকর্ম, প্রাকৃতিক সম্পদ ও জ্ঞানভাণ্ডার সংরক্ষণের প্রয়োজনীয়তা অনুভব করেছে। যদিও আধুনিক অর্থে সংগ্রহশালা একটি তুলনামূলকভাবে নবীন ধারণা, তবু ভারতের মতো প্রাচীন সভ্যতায় এর বীজ বহু আগেই নিহিত ছিল। ভারতের সংগ্রহশালার ইতিহাস মূলত সামাজিক, রাজনৈতিক ও বৌদ্ধিক পরিবর্তনের সঙ্গে যুক্ত এক দীর্ঘ বিবর্তনমূলক প্রক্রিয়া, যা প্রাচীন সংরক্ষণ চেতনা থেকে শুরু করে আধুনিক যুগে একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ হওয়া পর্যন্ত বিস্তৃত। প্রাক্‌–সংগ্রহশালা পর্ব আধুনিক সংগ্রহশালার পূর্ববর্তী পর্বে ভারতে সংগ্রহ ও সংরক্ষণের ধারণা মূলত ধর্মীয় ও রাজকীয় পরিসরে সীমাবদ্ধ ছিল। প্রাচীন মন্দির, বৌদ্ধ বিহার ও রাজপ্রাসাদগুলিতে দেবমূর্তি, ভাস্কর্য, পাণ্ডুলিপি, অলংকার ও মূল্যবান দ্রব্য সংরক্ষিত থাকত। দক্ষিণ ভারতের বহু মন্দিরে আজও ধাতু ও পাথরের প্রাচীন মূর্তি সংরক্ষিত রয়েছে, যা সেই সময়কার শিল্প ও কারিগরি দক্ষতার সাক্ষ্য বহন ক...