প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় বিদেশি সাহিত্য | Foreign Accounts in the Reconstruction of Early Indian History
বিদেশী সাহিত্য সুপ্রাচীন কাল থেকে ভারতে বহু বিদেশী পর্যটকের আগমন হয়েছে। গ্রীস, রোম, চিন এবং আরব থেকে অনেকেই এদেশে এসেছেন এবং তাদের ভারত ভ্রমনের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন। অনেকে আবার এদেশে না এসেই তাদের রচনায় ভারতের প্রসঙ্গ এনেছেন। এই সমস্ত বিদেশী লেখকদের লেখা গ্রন্তগুলি প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় দেশীয় উপাদানের পাশাপাশি বিশেষ উল্লেখযোগ্য। ১ গ্রীক ও রোমক বিবিরণ ইতিহাসের জনক হেরোডোটাস তাঁর ইস্তোরিয়া গ্রন্থে সর্বপ্রথম ইন্ডিয়া শব্দটি ব্যবহার করেন বলে অনেকে মনে করেন। ভারতের উত্তর-পশ্চিম দিকে অখামিনিশীয় শাসকদের শাসনের কথা আমরা নিয়ারকাস, এরিস্টবুলাস প্রমুখের বিবরণ থেকে জানতে পারি। গ্রীক লেখকদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য মেগাস্থিনিস। তাঁর গ্রন্থ ইন্ডিকা হারিয়ে গেলেও তাঁর পরবর্তীকালের লেখক ডায়োডোরাস, স্ট্র্যাবো, এরিয়ান, জাস্টিন প্রমুখের লেখায় ইন্ডিকা উদ্ধৃত হয়েছে। এই সমস্ত রচনা মৌর্য যুগের বিশেষ করে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ইতিহাসের বহু তথ্যের উৎস। কোনো এক অজ্ঞাতনামা গ্রীক লেখকের রচিত পেরিপ্লাস অব দ্যা এরিথ্রিয়ান সী বানিজ্যের ইতিহাস বিশেষ করে রো...