মূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য কি কি ভাবে ক্ষতিগ্রস্ত হয়? | How is tangible cultural heritage being damaged?
মূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য কি কি ভাবে ক্ষতিগ্রস্ত হয়? সমগ্র বিশ্বজুড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাংস্কৃতিক ঐতিহ্যসমূহ নানা কারণে সংকটাপন্ন হচ্ছে। সাংস্কৃতিক ঐতিহ্যসমূহ ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে প্রাকৃতিক কারণের পাশাপাশি মনুষ্যসৃষ্ট কারণগুলি সমানভাবে দায়ী। ঐতিহ্যের ভিন্নধর্মী সংকটকে বুঝতে গেলে কিছু ঘটনা এবং কিছু তথ্য সহকারে সংকটের কারণ গুলিকে ব্যাখ্যা করতে হয়। মূর্ত সংস্কৃতিক ঐতিহ্য, যেমন স্থাপত্য এবং ভাস্কর্য গুলি ধারাবাহিকভাবে কালের নিয়মে প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদাহরণস্বরূপ আমরা কোনারকের সূর্য মন্দিরের কথা বলতে পারি। উৎখনন করে যখন মন্দির আবিষ্কৃত হয় তখন দেখা যায় এর গর্ভগৃহের শিখরটির কোনো অস্তিত্ব নেই। তবে জগমোহনের অস্তিত্ব রয়েছে। সমুদ্রের একেবারে কাছাকাছি অবস্থিত হওয়ায় এর নোনা হাওয়ার স্পর্শে মন্দিরে দেওয়ালের নিরবচ্ছিন্ন ক্ষতি হতে থাকে। যাতে সহজে সমুদ্রের বালি মন্দিরে প্রবেশ করতে না পারে এবং দেওয়ালে নোনা লাগতে না পারে তার জন্য বনবিভাগের পক্ষ থেকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কাজু ও ঝাউ গাছ দিয়ে বনসৃজন করা হয়। জগমোহনটিকে রক্ষা করার জন্য ১৯০৩ সালে এর ভি...